Nawab Group Nawab Group Nawab Auto Rice & Feed Mills- Pvt Ltd Begom Agro Farm Find Us on Youtube

NG

nawabautorice@gmail.com +8801839904091

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম শত বার্ষিকীতে বাংলাদেশের প্রথম IPRS প্রকল্পের সূচনা

Published : 2020-07-19



জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম শত বার্ষিকীতে বাংলাদেশের প্রথম IPRS প্রকল্পের সূচনা।


চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরে নবাব মৎস খামার প্রকল্প এর অধিনে ব্যাক্তি মালিকানায় দক্ষিন এশিয়ার সবচাইতে বৃহৎ IPRS ( Aquaculture In Pond Raceway System) প্রকল্পটি ১৯/০৭/২০২০ ইং তারিখ সকাল ৬ঃ৩১মিনিটে দোয়া এবং মোনাজাতের মাধ্যমে IPRS প্রকল্পটি তে মাছ চাষ পরিক্ষামূলক ভাবে চালু করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের বৃহৎ মৎস খামারের প্রতিষ্ঠাতা জনাব আকবর হোসেনের মাধ্যমে বাংলাদেশে প্রথম IPRS প্রকল্পের সূচনা হল।

মুজিব শতবর্ষ উপলক্ষে নবাব গ্রুপের একটি প্রতিষ্ঠান নবাব মৎস খামারের IPRS প্রকল্পটি নবাব গ্রুপের দুর্লভ প্রাপ্তি।


চাঁপাইনবাবগঞ্জে দক্ষিণ এশিয়ার সর্ব বৃহৎ হাই-টেক (IPRS) প্রযুক্তির মৎস্য খামার ।



মুজিব বর্ষ উপলক্ষে নবাব অটো রাইস এন্ড ফিড মিলস লিঃ এর পক্ষ থেকে এবছর দক্ষিণ এশিয়ার সর্ব বৃহৎ হাই-টেক মৎস্য চাষ খামার পরীক্ষামূলভাবে চালু হয়েছে।

চায়নার প্রযুক্তিগত সহযোগিতায়
৬০ বিঘা আয়তনের জলাশয়ে মৎস্য চাষের সর্বাধুনিক IPRS( Aquaculture In Pond Raceway System) চাষ পদ্ধতি প্রয়োগ করা হয়েছে । নবাব গ্রুপের স্বত্বাধিকারী জনাব আকবর হোসেনের পিতা জলাশয়ে মাছ ছেড়ে ১৯শে জুলাই এ মহতি উদ্যোগের শুভ সূচনা করেন।

জনাব আকবর হোসেন কয়েক বছর যাবৎ নীরবে নিভৃতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষ করে আসছেন। চাষের আওতায় জমির পরিমান তিনশতাধিক বিঘা। এখান প্রথম বারের মতো ৬০ বিঘা Raceway পদ্ধতির আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে এ পদ্ধতির আওতায় আরো জমি বাড়ানো হবে।

২০১৯ সালের শুরুতে চায়নার কারিগরি বিশেষজ্ঞ টীম চাঁপাইনবয়াবগঞ্জে এসে প্রকল্পের সিভিল কাজের ডিজাইন করে দিয়ে যায়। স্থানীয় ইঞ্জিনিয়ারগনের নিবিড় তত্বাবধানে IPRS এর অবকাঠামো নির্মান কাজ শেষ হলেও করোনা পরিস্থিতির কারনে চায়না থেকে যন্ত্রপাতি আসতে সময় লাগে। অবশেষে জুন মাসে এগুলো আসার পর তা স্থাপন করা হয়েছে।

IPRS পদ্ধতিতে জলাশয়ের পুরো জমিকে আরসিসি কাঠামো নির্মান করে নদীর মতো বৃত্তাকার চ্যানেল করা হয়। চ্যানেল ভর্তি পানিতে যান্ত্রিক উপায়ে স্রোত তৈরি করে ছেড়ে দেয়া মাছের Race করা হবে। এতে একদিকে মাছের exercise হবে---অন্যদিকে খাদ্য চাহিদা বৃদ্ধি পাবে। যান্ত্রিক উপায়ে পুকুরের যাবতীয় বর্জ অপসারনের ব্যবস্থা থাকায়---ক্ষতিকর এমোনিয়া গ্যাস মুক্ত হওয়ায় মাছের রোগব্যাধি হবে না বললেই চলে। এছাড়া কৃত্রিম উপায়ে পানিতে অক্সিজেন মিশ্রনের ব্যবস্থা থাকায় বেশী ঘনত্বে মাছ চাষ করা যাবে। আশা করা যায় যে,অত্যন্ত হাই প্রেটিনযুক্ত খাদ্য খাওয়ানোর ফলে প্রতি তিন মাসে একবার হারভেস্ট করা সম্ভব হবে।

এ ধরনের IPRS প্রকল্প ভারতে তিনটি এবং পাকিস্তানে চারটি রয়েছে। তবে নবাব মৎস্য খামার আয়তনে সর্ব বৃহৎ । চায়না থেকে Technology গ্রহনের এর মাধ্যমে জনাব আকবর হোসেনের এ IPRS aquaculture বাংলাদেশের মৎস্য চাষের ক্ষেত্রে একটি যুগান্তকারী ঘটনা হিসেবে স্থান লাভ করবে মর্মে--- মৎস্য চাষের সাথে সংশ্লিষ্ট সকলে মনে করছেন।

আগামী মাসে (আগস্ট -২০) দক্ষিণ এশিয়ার সর্ব বৃহৎ এবং দেশের সর্বাধুনিক হাই-টেক মৎস্য খামারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।